ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার নতুন কমিটি গঠন

রাজনীতি কৃষি সারা দেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জের পূর্ব শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ পূর্ব শাখার সভাপতি মনোনীত হয় মো: সালাহউদ্দিন সোহাগ এবং সেক্রেটারি মনোনীত হয় মো: আব্দুল্লাহ।

গতকাল সোমবার (০৬ জানুয়রি) সন্ধ্যার পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) ছাত্রশিবিরের অফিসে সদস্যদের ভোটে সভাপতি ও মতামতের ভিত্তিতে সেক্রেটারী মনোনয়ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *