বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জের পূর্ব শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ পূর্ব শাখার সভাপতি মনোনীত হয় মো: সালাহউদ্দিন সোহাগ এবং সেক্রেটারি মনোনীত হয় মো: আব্দুল্লাহ।
গতকাল সোমবার (০৬ জানুয়রি) সন্ধ্যার পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) ছাত্রশিবিরের অফিসে সদস্যদের ভোটে সভাপতি ও মতামতের ভিত্তিতে সেক্রেটারী মনোনয়ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।