স্টাফ রিপোর্টার: সারাদেশের বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ভোলাহাটে ভোট বর্জনের লিফলেট বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি সোমবার বিকেলে সাবেক এমপি মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনারুল ইসলামের নেতৃত্বে উপজেলার মুশরীভুজা বাজারে ভোট বর্জনের লিফলেট বিতরণ করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মুনসুর আলী, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মহসিন আলীসহ স্থানীয় নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।