নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, দূর্নীতিবাজ বিতাড়িত করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

রাজনীতি জাতীয়

চাঁদাবাজ, দূর্নীতিবাজ লোকদেরকে বিতাড়িত করে ইসলামী শাসন কায়েম করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার (৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শেখ মজিব নিজের কম্বল নিজে না পেয়ে আবসস করে বলেছে, “সবাই পেলো সোনার খনি, আর আমি পেলাম চোরের খনি।” এই চোরের খনি আসতে আসতে কী হয়েছে দেখেন- পালাতক প্রধানমন্ত্রী বলেছিলেন, “আমার পিয়নের আছে ৪ শত কোটি টাকা।” এটা বলতেও তিনি লজ্জাবোধ করেননি। এই চোর-ডাকাতদের বিচার হওয়া ছাড়া এদেরকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহন করতে দেওয়া কী উচিৎ?’

তিনি বলেন, ‘অভিযুক্ত, চোর-ডাকাত, খুনি, মানুষকে যারা হত্যা করেছে, জেলে দিয়েছে, অমানবিক ভাবে অত্যাচার করেছে। শুধু অত্যাচার নয়, মারতে মারতে জীবন শেষ করে দিয়েছে। লাশটা কোথায় ফেলেছে তার চিহ্ন পর্যন্ত রাখে নাই। মানুষ মারা গেলে সান্তনা পায় যে, আমার স্বামী-ছেলের লাশ এখানে আছে, মাঝে মাঝে জিয়ারত করে। কিন্তু বিগত স্বৈরাচার এই কাজটাও জনগণকে পেতে দেয় নাই। বিভিন্ন জায়গায় আইনাঘর করে মানুষকে অত্যাচার করেছে।’

বাংলাদেশকে জুলুম অত্যাচারের হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশকে জুলুম অত্যাচারের হাত থেকে রক্ষা করতে হলে ইসলামী রাষ্ট্র লাগবে। ইসলামী রাষ্ট্রে কুরআনের আইন চালু হলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। ইসলাম যেখানে আছে, সেখানে শান্তি আছে। ইসলাম যেখানে নাই, সেখানে শান্তি নাই। যতদিন ইসলাম কায়েম হবে না, তত দিন বাংলাদেশের দুঃখ দূর হবে না। নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, দূর্নীতিবাজ লোকদেরকে বিতাড়িত করে ইসলামী শাসন কায়েম করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’

উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মুঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ, জেলা কার্যনির্বাহী পরিষদ সদস্য গোলাম কবির গোলাপসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *