ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় রহনপুর ইউনিয়নের বিভিন্ন মোড়ে গণসংযোগ করেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বংপুর মোড়, নওদা মিশনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তিনি সন্ধ্যায় কাজিগ্রাম শাহ জামাল আনসারী মেমোরিয়াল মাঠে কর্মী সভায় যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ, সাবেক কাউন্সিলার আশরাফুল ইসলাম, আনম ফকরুল ইসলাম মানিক, জুয়েল আলী, ওয়াসিকুল এলাহি বাবলু, গোলাম রাব্বানি রকি, যুবদল নেতা সাইফুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম, প্রমুখ। সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও ,জিকরুল্লাহ।
