স্টাফ রিপোর্টর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালী আলোচনা ও কম্বল বিতরণ করা হয়।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার মেডিকেল মোড়স্থ দলীয় অফিসের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মোহসীন আরাফাত সানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোবাইলে বক্তব্য দেন, সাবেক এমপি ও বিএনপির জাতীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদসহ অন্যরা।
আলোচনার পর একটি র্যালী বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে এসে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এবং কেক কেটে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করেন। এর পূর্বে বেলা ১১ টার দিকে দলীয় অফিসে অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।