প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তী উৎসব  উদযাপন

গোমস্তাপুর উপজেলা শিক্ষা

নুর মোহাম্মদ,গোমস্তাপুর:শেকড়ের টানে স্মৃতির সন্ধানে শ্লোগানে প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তী উৎসব  উদযাপন করা হয়েছে। শনিবার সকাল দশ টায়  রহনপুর পৌর এলাকার বাগানপাড়া স্কুল থেকে একটি র‍্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল অহাব। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত সাদা মনের মানুষ মোঃ জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত সুশান্ত চন্দ্র বর্মন, সাংবাদিক রাজনীতিবিদ আসাদুল্লাহ আহমদ। বক্তব্য রাখেন  রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর,সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক  শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহাসিক গম্ভীরা পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *