নুর মোহাম্মদ,গোমস্তাপুর:মঈনিয়া তোফাইলিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিরতন করা হয়। শনিবার বিকাল ৪ টায় গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এই কম্বল বিতরণ করা হয়। চট্টগ্রাম নিবাসী আমেরিকা প্রবাসী আলহাজ্ব আরিফ আহমেদ (আশরাফ) এর অর্থায়নে ও সার্বিক তও্বাবধানে সাবেক সভাপতি ও অধ্যক্ষ মুসলেহ উদ্দিন মাদানি এই কম্বল গুলি বাংগাবাড়ি গ্রামে বিতরণ করার জন্য দেন। মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম এর সহকারী শিক্ষক( ইংরেজি) আমিরুল ইসলাম এই কম্বল বিতরন করেন। মোট ৫০ জন হত দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।