স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে র্যালী করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে র্যালী বের করা হয়। কলেজ মোড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীটি উপজেলা পরিষদ গেটে শেষ হয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আনোয়ারুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ গোলাম কবীর গোলাপ, ভোলাহাট উপজেলা আমীর মাও শামসুজ্জামান আলকেশ, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ লোকমান আলী, নায়েবে আমীর মোঃ তৌহিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাও: ক্বারী মোঃ আলাউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবিরের সভাপতি মোঃ মোক্তারুল ইসলাম। উপস্থিত ছিলেন, ভোলাহাট ইউনিয়ন আমীর তোজাম্মুল হক, জামড়ীয়া ইউনিয়ন আমীর হাফেজ মাহবুব আলম , দলদলী ইউনিয়ন শাখা আমীর মোঃ আমিনুল ইসলামসহ অন্যরা।