স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ভোলাহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে সমুন্নত পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পুলিশ প্রাশাসন, মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন, অন্যান্য প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার।
এছাড়া বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা চত্বরে মুক্তযোদ্ধাদের সংবর্ধনাসহ উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরম্নল ইসলাম, মনিরম্নদ্দিন মুন্টু, তৈমুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।