স্টাফ রিপোর্টার:দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি এলাকায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় তার ছোট ছেলে শরিফ উল ইসলামের বাড়িতে এশার নামাজ শেষ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ইস্ট-ওয়স্ট হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার সিটিস্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে। কোনভাবেই কোন কিছু করা সম্ভব নয় বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। সোমবার দিবাগত রাতে তসিকুল ইসলাম বকুলকে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সযোগ ঢাকা থেকে রাজশাহী নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সুমন শেখ, শুকুর, বিজ্ঞাপন বিভাগের ইসরাফিল ও রনি প্রমুখ। এক শোকবার্তায় তারা তসিকুল ইসলাম বকুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিপিজেএ রাজশাহী শাখার শোক: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. সামাদ খান। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক উত্তরা প্রতিদিনের শোক: তার মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা সম্পাদক মো. মিলন, বার্তা সম্পাদক আমিনুল ইসলাম, প্রধান প্রতিবেদক ফয়সাল আহমেদ ,রিপোর্টার সবুজ ইসলাম,জাকারিয়া,রকিবুল ইসলাম, ফটোগ্রাফার সোহরাব হোসেন ও শাহীন খান প্রমুখ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাপ্তাহিক ভোলাহাট সংবাদের শোক: তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক এবং সানশাইন ভোলাহাট প্রতিনিধি মোঃ গোলাম কবির, ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদক আলি হায়দারসহ অন্যরা। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
(দৈনিক সানশাইন পত্রিকা থেকে সংগৃহীত)