গোমস্তাপুরে বিএমডিএ’র  অপারেটরদের মানববন্ধন 

কৃষি গোমস্তাপুর উপজেলা

নুর মোহাম্মদ, ব্যুরো প্রধান,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ  গোমস্তাপুর  জোনের  গভীর নলকূপের  অপারেটররা মানববন্ধন করেছেন। রবিবার সকালে এগারোটায় উপজেলা  পরিষদ চত্বরে আধা ঘন্টাব্যাপী এই  মানববন্ধনে শতাধিক  অপারেটর অংশ নেয়। মানববন্ধন  চলাকালে  বক্তব্য রাখেন,  অপারেটরের  মধ্যে  সামিউল আলম বাবুল, জাকির খান,মোঃ সহিমুদ্দিন, মোসাদ্দেক  হোসেন,  মিলন প্রমুখ।  মানববন্ধনে বক্তারা বলেন,  সম্প্রতি  বিএমডিএ’র পক্ষ থেকে একটা  পরিপত্র জারি করা হয়েছে। যাতে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতা  সর্বনিম্ন  এসএসসি  পাশ হতে হবে। কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ   মাননীয়  চেয়ারম্যান  যখন এর আগে  চেয়ারম্যান  ছিলেন তখন তার আমলেই  বর্তমান  কর্মরত অপারেটরগণ নিয়োগ পেয়েছিলেন।  তারা তাদের দায়িত্ব  যথাযথভাবে পালন করেছিলেন। সুতরাং তাদের বাদ না দিয়ে বহাল রাখার  দাবীতে  এই মানববন্ধন।  বক্তারা বর্তমান  পরিপত্র  বাতিল করার দাবী জানান। মানববন্ধন  শেষে উপজেলা নির্বাহী অফিসার,  উপজেলা  কৃষি কর্মকর্তা ও  সহকারী  প্রকৌশলী  বিএমডিএ’র  নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *