স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর : নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা এর সাথে গোমস্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল দশ টার দিকে উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরি, তাজুল ইসলাম সোনার্দি, মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আঃ হামিদ, রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোশের্দ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার জাহান, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আকবর হোসেন, প্রসাদপুর কামিল মাদ্রাসা অধ্যক্ষ আঃ হাই সিদ্দিকী, শ্যামপুর দাখিল মাদ্রাসা নেকানদার আলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ