গোমস্তাপুরের প্রধান শিক্ষকের  বিরুদ্ধে মানববন্ধন 

গোমস্তাপুর উপজেলা শিক্ষা

এরশাদ আলী,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করে অর্থ আত্মসাৎ  এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

 রবিবার সকালে স্কুল চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে এলাকাবাসী ছাত্র অভিভাবকগণ। স্কুলের ব্যাংক একাউন্টে টাকা জমা না দিয়ে স্কুলের সাবেক সভাপতি প্রধান শিক্ষকসহ তার সহকর্মীরা অর্থ আত্মসাৎ করেছে বলে এ মানববন্ধনে অভিযোগ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের উন্নয়নের লক্ষ্যে  স্কুলের ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে হবে।  যদি না দেয়া হয় তাহলে আমরা আইনগতভাবে  ন্যায্য  অধিকার বুঝিয়ে নেব।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,হুমায়ুন সরদার সাবেক সভাপতি কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, এলাকার গন্যমান্য বাক্তি মামুন সরদার, বাবুল সরদার, দেলোয়ার সরদার, হানিফ মন্ডল, মানিক চাঁন অভিভাবক সদস্য, শাহ আলম বাবু, বিশুমুনি এক্কা, মেহদি হাসান, ছাত্র আবু রাইয়ান প্রমূখ। উল্লেখ্য যে চাপইনবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য  জিয়াউর রহমান এমপির মনোনীত স্কুল পরিচালনা কমিটির সভাপতি  মুনিরুল ইসলাম সজীব, ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সেলিম।  তার ক্ষমতা বলে এই নিয়োগের অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *