ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো আয়োজনে শনিবার দিনব্যাপী রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থবারের মতো কুরআনের হাফেজদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসর প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ড. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসাতু বাইতিল হিকমাহ্ আল মু’আসারাহ এর সভাপতি মাওঃ আব্দুল রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তা তৌহিদ বিন তোফাজ্জল হোসেন,সাবেক কাউন্সিলার ইউসুফ আলি। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, ফেনী জেলার দারুন ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ আনোয়ার হোসাইন, কোরআনের আলো সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নেস মোহাম্মদ মন্টু। এসময় বিভিন্ন মাদ্রাসার প্রধান, হাফেজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হিফজল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৫ টি মাদ্রাসার ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
