ভোলাহাটে পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলাহাট উপজেলা রাজনীতি

 স্টাফ রিপর্টার: ভোলাহাটে পৃথকভাবে ৪ স্থানে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জের সভাপতিত্বে ভোলাহাট উপজেলা আম চত্বর দলীয় অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাঃ আব্দুল কাদের, সদস্য আলহাজ্ব মো. এনামুল হক, মোহাঃ খায়রুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আজিজুর রহমান, সদস্য সচিব মোঃ মামুন রশীদ, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রহমত আলী, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহা. কামরুজ্জামান বাবুল, জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদ, যুবনেতা মো. জুবায়ের হাসান, মো. আব্দুল আজিম, মতিউর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহা. মাসুদ রানা, ছাত্রনেতা মো. হাবীব মেসবাহ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এদিকে ভোলাহাট কলেজ মোড়স্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ. আমিনুল ইসলাম। এসময় তিনি বন্যা নিপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।

এসময় বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আল হেলাল, বিএনপি নেতা আলাউদ্দিন, রফিউল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেসমাতুল আরস রেখা, জমবাড়িয়া ইউনিয়নের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, দলদলি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইবনে কাজেম, উপজেলা যুব দলের আহ্বায়ক বলার উদ্দিন , সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, ছাত্রদলের সাবেক আহবায়ক মহসিন আলীসহ অন্যরা।

উপজেলা কমিটির যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুনের নেতৃত্বে কলেজ মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলদলী ইউনিয়ন আহ্বায়ক আবু মোতালেব’র আহ্বানে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সুভান মাস্টার উপস্থিত ছিলেন।  উভয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু ও ছাত্র আন্দোলনের আহত নিহতদের জন্য দোয়া করেন।

পৃথক পৃথক স্থানে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার বিষয়ে ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জ একটি লিখিত বিবৃতি বলেন, ভোলাহাট উপজেলা বিএনপির ব্যানারে আমাদের বাইরে যে বা যারা দলীয় কর্মসূচি পালন করছে তারা সম্পূর্নরুপে সাংগঠনিক নিয়মবহির্ভূত কাজ করছে। আর বহিস্কৃত নেতাদের নিয়ে আমিনুল ইসলাম প্রোগ্রাম করছে তা তারেক রহমানের নির্দেশ অবমাননা করেছেন। আমি এসব কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমিনুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কেন্দ্রে অভিযোগ করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *