নুর মোহাম্মদ :চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হোমিও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও ইউএনওকে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মফিজউদ্দিনের নেতৃত্বে এলাকার জনসাধারণ বিক্ষোভ মিছিল করে।পরে তারা ওই প্রতিষ্ঠানের সভাপতি ও ইউএনও নিশাত আনজুম অনন্যার নিকট অধ্যক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। এ সময় তার অনিয়ম দুর্নীতির বিচার দাবি করা হয় । যদি তাকে অপসারন না করা হয় তাহলে কলেজের যে কোন পরিস্থিতির জন্য দায়ি থাকবে অধ্যক্ষ।