ভোলাহাটে মাদ্রাসার ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

ভোলাহাট উপজেলা শিক্ষা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাবেক সভাপতি এবং স্থানীয় এক আ.লীগ নেতার বিরম্নদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেক্টেম্বর) সকাল ১০ টার দিকে ভোলাহাট উপজেলার খালেআলমপুরে মাদ্রাসা ও কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

এসময় মানববন্ধনে বিগত সরকারের আমলে থাকা গভর্ণিং কমিটির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংসদের ব্যক্তিগত সহকারী ভোলাহাট উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কচির দূর্নীতি ও অপকর্ম তুলে ধরে বক্তারা বলেন, একটি ইসলামিক প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন। বিগত সরকারের আমলে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য আসা বিশাল পরিমান অর্থ লোপাট ও নিয়োগ বানিজ্য করে মাদ্রাসার উন্নয়ন তো দূরের কথা, নিজের উন্নয়নে ন্যস্ত করেছেন। তাই সাবেক সভাপতি কায়সার আহমেদ ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের হেফাজতে থাকা মাদ্রাসার সমুদয় অর্থ ফেরতসহ তার কঠোর শাস্তি দাবী করেন এলাকাবাসী।

গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, খালেআলমপুর দারম্নল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গভর্ণিং কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, নুর আলম, স্থানীয় বাসিন্দা রহমতুল্লাহ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠ তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *