ভোলাহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।  বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালিত হয়।
এ সময় আউটডোর ফার্মেসি-প্যাথলজি কার্যক্রমসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ সকাল ৮টা হতে বেলা ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত হতে আগত রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। তবে অতীব জরুরি সেবা অন্য দিনের মতো যথাযথভাবে চালু ছিল।
কর্মবিরতি পালনের সময় সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে  তাদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ফার্মাসিস্ট মোঃ মহসিন আলী,মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জাকির হোসেন, ফার্মাসিস্ট মোঃ সারোয়ার জামিল,মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আবু সাইয়িদ জানান,দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
তারা আরো বলেন, দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের দাবি পূরণ না হলে আগামীতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *