স্টাফ রিপোর্টার: অসহযোগ আন্দোলন সফল করতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এ লিফলেট বিতরণ করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও সরকারকে অসহযোগীতা করার আন্দোলনের পক্ষে ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে তিনদিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানি জর্জ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসাঃ শাহানাজ খাতুন, সেচ্ছাসেবক নেতা আবদুল আজিম, যুবনেতা রয়েল আলী, ছাত্রনেতা হাবিব মেসবাহসহ অন্যরা।
আরো দেখুন: