স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদী সরকারের নৈরাজ্যসৃষ্টিকারী কর্তাব্যক্তিগণ ও দলীয় সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেল ৫ টার দিকে উপজেলা জামায়াতের আয়োজনে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে শেষ হয়ে অবস্থান করেন।
এসময় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাও. মো. শামসুজ্জামান আলকাশ, নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. লোকমান আলী, মো. তৌহিদুর রহমান, বাইতুলমাল সম্পাদক মোও. মো. ক্বারী আলাউদ্দিন, দলদলী ইউনিয়ন আমীর মো. আমিনুল ইসলাম, জামাবাড়িয়া আমীর আব্দুল বাসির, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মো. মাসুদ রানা সুমন ও মো. সোহেল রানাসহ অন্যরা।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশকে গড়তে হবে। দেশকে অর্থবহ, স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দল-মত-নির্বিশেষে কাজ করতে হবে। আওয়ামীলীগসহ সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুন্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতারঅভ্যুন্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ করতে হবে। ছাত্র-জনতার অভ্যুন্থানে নিহতদের শহীদ হিসেবে বকুল ও আহতদের সুস্থ্যতা কমনা করেন।