স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেন বিশৃঙ্খলা রোধে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কলেজ মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেল ৫ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা আম চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম চত্বরে শেষ হয়ে অবস্থান করেন দলের নেতা কর্মীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইয়াজদানি জর্জ, সদস্য সচিব আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহানাজ খাতুন, জামবাড়িয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক শাহাজালাল, সদস্য সচিব কামরম্নল জামান, যুবদল নেতা মো. বিএম রম্নবেল আহমেদ, মো. আজিম আলী, মো. মতিউর রহমান, জুবায়ের আলী, ছাত্রদল মো. মাসুদ রানাসহ অন্যরা। বক্তারা ফ্যাসিস্ট হাসিনার কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি করেন।