ভোলাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ভোলাহাট উপজেলা শিক্ষা

স্টাফ রিপোর্টার: কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কলেজ মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদি কাঠামোকে ব্যবহার করে শেখ হাসিনা ও তার দল যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নুতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *