গোমস্তাপুরের নওসিন জাতীয় পর্যায়ে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় তৃতীয়

গোমস্তাপুর উপজেলা শিক্ষা

নুর মোহাম্মদ,গোমস্তাপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ বাংলা রচনা প্রতিযোগিতায় ক বিভাগে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে তৃতীয় নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের নওসিন তাসফিয়া। এ শিক্ষার্থী চাপাই নবাবগঞ্জের রহনপুর পৌরসভার তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। নওসিন রহনপুর পৌরসভার স্টেশন হঠাৎ পাড়ার বাসিন্দা। পিতা মরহুম তহিদুল ইসলাম মাতা স্কুল শিক্ষিকা তানিয়া বসিরের বড় মেয়ে এ ক্ষুদে শিক্ষার্থী ।নওশিন তাসফিয়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তাৎক্ষণিক বাংলা রচনা ক বিভাগে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণী শিক্ষার্থী সুলাইমান ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে তৃতীয় হয়েছেন। তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু বলেন, ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে লেখাপড়ায় তারা খুবই মনোযোগী। লেখাপড়ার পাশাপাশি নওশিন জাতীয় পর্যায়ে তৃতীয় ও সুলাইমান বিভাগীয় পর্যায়ে তৃতীয় হওয়ায় গৌরব অর্জন করায় আমরা বেশ আনন্দিত। তিনি আরো বলেন, জাতীয় ও বিভাগীয় পর্যায়ের এ অর্জন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফসল। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক, সাহিত্য, বিতর্ক, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে করে স্কুল ও এলাকার সুনাম অক্ষুন্ন রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *