স্টাফ রিপোর্টার: ভোলাহাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ – ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মু: জিয়াউর রহমান সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান স্বাগত বক্তব্য রাখেন। পরে কমিটির সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ শাহাজাদী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসেনে আরা পাখি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবিরসহ অন্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনায় হাসপাতালের বিভিন্ন বিষয় উঠে আসে। এর মধ্যে প্রেষনে থাকা বিভিন্ন বিভাগের কর্মচারীদের নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করা, ২৭ জন চিকিৎসকের মধ্যে ২০ জন চিকিৎসক না থাকায় চিকিৎসক নিয়ে আসার ব্যবস্থা করা, হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, অ্যাম্বুলেন্সসহ নানা বিষয়ে কথা হয়। অনুষ্ঠানের সভাপতি জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান সর্বসম্মতিক্রমে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কাজ করবেন বলে জানান। পরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এবং যক্ষ্মা কর্ণার উদ্বোধন করেন।