ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

ভোলাহাট উপজেলা অর্থনীতি

স্টাফ রিপোর্টার:সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৪জুন মঙ্গলবার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার।
এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন , ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মোহাঃ শাহ জালালসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপজেলার গ্রাম কমিটির সভাপতি/দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *