স্টাফ রিপোর্টার: ভোলাহাটে উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সেক্রেটারি মোঃ নাসিমুল ইসলামের সভাপতিত্বে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, কৃষি খামার শ্রমিক ইউনিয়ন আয়োজিত দিবসে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মেডিকেল মোহবুল্লাহ কলেজ থেকে র্যালী বের হয়। র্যালীটি মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেডিকেল মোড়স্থ ফার্নিচার শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,ভোলাহাট উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ আখতারুল ইসলাম, গোহালবাড়ী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ একরামুল হক।