স্টাফ রিপোর্টার: ভোলাহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ভোট যুদ্ধে লড়াইয়ে নেমেছেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। সমাজ সেবা, বিশিষ্ট ব্যবসায়ী, আম ফাউন্ডেশনের সফর সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে মানবকল্যাণে কাজ করছেন চশমা প্রতীকের কামাল উদ্দিন।
তিনি নারী পুরুষের উন্নয়নে কাজ করতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হলে ভোলাহাট উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন। সাধ্যের মধ্য থেকে উপজেলার অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটাতে চান। বেকার যুবকদের নেশার জগত থেকে সুস্থ জীবনে ফেরাতে বিনোদন কেন্দ্র ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাছ করবো।
এছাড়াও কৃষি নির্ভর ভোলাহাটকে কৃষি উৎপাদনে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলে জানান। স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষাসহ পরিচ্ছন্ন ভোলাহাট গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কামাল উদ্দিন আগামী ৮মে অনুষ্ঠিত ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে সেবা করার সুযোগ করে দিবেন বলে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন।