স্টাফ রিপোর্টার: আসন্ন ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোলাহাট উপজেলায় নির্বাচনে লড়বেন ১০ জন। আজ ২৩ এপ্রিল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। ভোলাহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল খালেক পেয়েছেন কাপ পিরিচ , মো: আব্দুল গাফফার মুকুল ঘোড়া , মো: শরিফুল ইসলাম মোটরসাইকেল , মো: আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ , মো: বাবর আলী বিশ্ব আনারস। ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো: হুসেন আলী টিউবওয়েল, মো: কামাল উদ্দিন চশমা, মো: কায়সার আহমেদ তালা। মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মেসা: শাহাজাদী বিশ্বাস হাঁস, মোসা: রেশমাতুল আরস রেখা পেয়েছেন ফুটবল।
প্রতীক পেয়ে নির্বাচনি মাঠে নিজেদের বিজয় ছিনিয়ে নিতে ভোট ভিক্ষায় ছুটবেন ভোটারদের দ্বারে দ্বারে। কার প্রতীকের জোর কত, কে হবেন আগামী দিনের উপজেলা পরিষদের অভিভাবক দেখতে অপেক্ষা করতে হবে ৮ মে পর্যন্ত।