স্টাফ রিপোর্টার: চাাঁইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চার জন পদপ্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (২১ এপ্রিল) জেলা নির্বাচনী রিটানিং ও নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এঁর কাছে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আল আমিন, ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইয়াজদানী জর্জ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন।
মোসাঃ শাহনাজ খাতুন বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য রাজপথে আন্দোলন করছে বিএনপি। এই সরকারের পাতানো ও ডামি নির্বাচনে অংশ গ্রহণও করছে না দল। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপির স্থায়ী ও জেলা কমিটির সিদ্ধান্তে আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
মোঃ লাকমান আলী জানান, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আমার বাক্তিগত ও পারিবারিক কারণে উপজেলা নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে আসার জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
ইয়াজদানী জর্জ বলেন, আমি আসন্ন ভোলাহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলাম এবং বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলাম। বাক্তিগত ও রাজীনতিক কারণে এ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।