ভোলাহাটে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দ্রোহী জনসেবা সংঘের আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পীরগাছী মাদ্রাসায় চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ১৯জন বিশেষজ্ঞ চিকিৎস দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাবর আলী বিশ্বাস, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আব্দুল গাফফার মুকুল, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটুসহ অন্যরা উপস্থিত ছিলেন। আয়োজিত চিকিৎসা ক্যাম্পে চক্ষু, মেডিসিন, সার্জারি, শিশু, গাইনী, দন্ত, নাক কান গালা, লিভার ও বক্ষব্যাধিসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেছেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দু’হাজার রোগি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

সংঘের সভাপতি চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইউসুফ আলী বলেন, আমরা ভোলাহাটে প্রতি বছর দ্রৌহী জন সেবা সংঘের আয়োজনে এলাকার মানুষের সেবা প্রদান করে থাকি। আগামীতেও এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *