ভোলাহাটে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ

ভোলাহাট উপজেলা কৃষি

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন রকম কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলা কৃষি কার্যলয়ের সামনে এ উপকরণ বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মুনসুর শোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হেসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। তিনি স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশে মসলা ফসলের মধ্যে আদা ও হলুদের উৎপাদন চাহিদার তুলনায় বেশ কম। তাই মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আম বা বিভিন্ন ফল বাগান বসতবাড়ির আশেপাশের ছায়াযুক্ত পতিত জায়গায় আদা ও হলুদের চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বস্তায় আদা চাষ একটি নতুন প্রযুক্তি এবং এ প্রক্রিয়ায় আদা চাষ সহজ ও লাভজনক। তারই অংশ হিসেবে এবছর আমরা ৬০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫’শ টি করে বস্তা ১৫ কেজি আদার উন্নত জাতের বীজ, ৫০ কেজি জৈবসার, বিভিন্ন প্রকার রাসায়নিক সার, প্রয়োজনীয় অন্যান্য উপকরণ ও বালাইনাশক বিতরণ করেছি।

তিনি আরো বলেন, এবছর ভোলাহাট উপজেলায় ৩০ হাজার বস্তায় প্রদর্শনী হিসেবে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আরও ৪০ হাজারসহ মোট ৭০ হাজার বস্তায় আদা চাষ হবে বলে আশা করছি। আদার পারিবারিক চাহিদা পূরণের জন্য সকলকে ১০ টি বা ২০ টি বস্তাায় আদা চাষ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *