স্টাফ রিপোর্টার: ভোলাহাটে অসচ্ছল দুস্থদের স্বাবলম্বী করতে ছাগল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীর মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বজরাটেক সাধারণ পাঠাগার চত্বরে ভোলাহাট স্পোর্টস ঢাকা’র (বিএসডি) অর্থায়ণে পাঠাগার সভাপতি মোঃ শামসুদ্দীনের সভাপতিত্বে ছাগল বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুস্থ ৮টি পরিবারকে একটি করে ছাগল ১টি পরিবারকে সেলাই মেশিন ১জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ারে জন্য ৫হাজার টাকা বিতরণ করা হয়। অসহায় এ পরিবারকে এসব তুলে দেন বিএসডি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সানাউল্লাহ সোনা, সহ-সভাপতি মোঃ তাশেম আলী, যুগ্ম সম্পাদক মোঃ সিদ্দিক আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সেলিম লায়েক, প্রভাষক মোঃ ফয়েজুল ইসলাম, পাঠাগার ক্রীড়া সম্পাদক মোঃ নাসির উদ্দিন (আর্মি), সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হক কালু মাষ্টারসহ অন্যরা।
এব্যাপারে মোবাইল ফোনে সংগঠনের সভাপতি ডাইসিন কেম লিঃ এর জিএম মোঃ আবুল কালাম আজাদ বলেন, ভোলাহাটের মানুষ ঢাকায় কর্মরত আমাদের এ সংগঠন এলাকার মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে স্বর্ণ জয়ী প্রতিবন্ধী ওয়াকিয়াকে সংবর্ধনা দিয়েছি। এলাকার বিভিন্ন পর্যায়ের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীতে আরো মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী। এছাড়াও ভোলাহাট উপজেলাকে মাদক মুক্ত করতে চাই।