ভোলাহাটে বাংলা নববর্ষ পালিত

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বাংলা নববর্ষকে স্বাগত জানান হয়। রবিবার(১৪এপ্রিল) দিবসটি পালনে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার আদলে র‌্যালিটি ছিল জাগজমকপূর্ণ। এতে নেতৃত্ব দেন ইউএনও’র দায়িত্বে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। পরে পান্তা খাওয়া ও উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমার, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *