স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে গ্রীষ্মকালীন পিঁয়াজের বীজ, রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩’শ ৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা দেয়া হয়েছে।
কৃষি অধিদপ্তর চত্বরে প্রতিজন কৃষকে ১ কেজি পিঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, চারা উৎপাদনের জন্য বালাইনাশক দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ সুবর্ণা খাতুনসহ উপ-সহকারি কর্মকর্তাগণ এবং সুবিধা ভোগি কৃষকরা।