মোঃ আব্দুর রহিম,গোমস্তাপুর প্রতিনিধি :চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা শুক্রবাড়ি গ্রামের পারভেজ আলির নিখোঁজের দু’দিন পর ক্ষেতের জমি থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ২ এপ্রিল সকালে উপজেলার চৌড়ালা ইউনিয়নের নরশিয়া রাস্তার বাঘমারা লিসতা নামক স্হানে ক্ষেতের জমিতে ১৪ বছরের শিশু মোঃ দুলাল আলীর ছেলে পারভেজ আলির লাশ দেখতে পাওয়া স্থানীয়রা। পরে গোমস্তাপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করে।
লাশের বাবা জানান, ৩১ মার্চ রবিবার সন্ধ্যায় চার্জার ভ্যানসহ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি। স্বজনদের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করেও পাওয়া যায়নি।