স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ল’ইর্য়াস কাউন্সিল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও নবীন আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (০১ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারে এই অনুষ্ঠান হয়।
এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা লইর্য়াস কাউন্সিল এর সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ল’ইর্য়াস কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়া এডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ বারের সাবেক সভাপতি মোঃ গোলাম কবির ও মোঃ মোসাদ্দেক হোসেন কাজল, সাবেক সেক্রেটারী আব্দুল ওদুদ, মোঃ হামিদুল হক ও মোঃ মাহমুদুল ইসলাম কনক, সিনিয়র আইনজীবী আলহাজ মোকবুল হোসেন, শাহনেয়াজ খান্ন পান্না, নুরুল ইসলাম সেন্টু, মোয়াজ্জেম হোসেন মেহেদী ও লইয়াস কাউন্সিলের জেলা সেক্রেটারী মোঃ মাসির আলী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আইনজীবীদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।