স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ও ব্র্যাকের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২০ মার্চ) সকাল ১০ টার দিকে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি ম্যানেজার মোঃ জলিলুর রহমান, ভোলাহাট ব্র্যাকের সেলপ অফিসার মোঃ গোলাম আজম, ভোলাহাট উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো অডিনেটর সন্ধ্যা রানী রায়, প্রধান শিক্ষক মোসাঃ রাজিয়া খাতুন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য/ সদস্যা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিবাহ রেজিস্ট্রারসহ বিভিন্ন শ্রেণীপেশার সুধীরা উপস্থিত ছিলেন।
এ সময় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয় সভায়। চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও বাল্যবিয়ে সাধারণত অশিক্ষিত অল্পশিক্ষিতদের মধ্যে বেশি দেখা যায়। এদের বুঝাতে হবে বাল্যবিয়ে আমাদের সমাজে মারাত্মক রোগ। বুঝতে না চাইলে সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দিতে হবে।