স্টাফ রিপোর্টার:১৯ মার্চ মঙ্গলবার বেলা পৌণে দুই টার সময় ভোলাহাট প্রেসক্লাবের স্বপ্নদ্রষ্টা ও সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহজাহান আলী চলে গেলেন না ফেরার দেশে(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন (তৎকালীন ইংরেজি)পত্রিকার ভোলাহাট প্রতিনিধি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে ভোলাহাট প্রেসক্লাবের সকল সদস্য গভীর ভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করে।