ব্যুরো প্রধান, গোমস্তাপুর ঃ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মর্বাষিকী জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবস টি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল দশ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, সাইদুর রহমান, উপজেলা প্রানি সম্পদ অফিসার কাওসার আলী, অফিসার ইনচার্জ গোমস্তাপুর চৌধুরী যুবায়ের আহমদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী মুনতাহা মাহযাবিন,আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ কারি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।