নুর মোহাম্মদ, ব্যুরো প্রধান,গোমস্তাপুর :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুরআনের হাফিজদের নিয়ে তৃতীয়বারের মত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপি উত্তর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল আওয়াল, সম্পাদক নেশ মোহাম্মদ মন্টু, সাবেক কাউন্সিলর মাসুম, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার মোহতামিম, ইমাম, শিক্ষকরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, রাজশাহী জেলার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী হাফেজ মাওলানা ইয়াসিন আলী, সাংগঠনিক সেক্রেটারী হাফেজ মাওলানা হাসান মামুন ও হাফেজ ক্বারী মাওলানা বাইরুল ইসলাম। দিনব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩১ টি মাদরাসার ৭৮জন হিফজ বিভাগের শিক্ষার্থীরা বাছাই পর্বে অংশগ্রহন করেন। পরে গ্রুপের সেরা পাঁচ জনকে নির্বাচিত করা হয়। তিনটি গ্রুপের মোট ১৫ জন প্রতিযোগিকে বিজয়ী করা হয়।পরে ইসলামী সংগীত পরিবেশন করে আল হেলাল সাংস্কৃতিক গোষ্ঠী।