স্টাফ রিপোর্টার: ১৭ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ রবিবার দিবসের কর্মসূচি হিসেবে ১৬ মার্চ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারী স্বায়িত্ত শাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। পর্যয়ক্রমে, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধা মত সময়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমশিনার (ভূমি) মোসাঃ আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ সুমন কুমার, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আসাবুর রহমান তারা, বিএমডিএ প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ শাহাদাত হোসেনসহ অন্যরা। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।