স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার (৬ আগষ্ট) বিকেলে উপজেলার মেডিকেল মোড়স্থ কলেজ গেট সংলগ্ন নিজস্ব কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল বিজয় মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ উত্তর গেটে শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। এসময় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, ভোলাহাটে বেশ কয়েকটি কমিটি হয়েছে। আমরা কমিটির দিকে আর তাকাবো না। প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। রমজান মাসে ভোট করার জন্য তারেক রহমান আমাকে পাঠিয়ে দিয়েছেন, এটা নিয়ে কোন সন্দেহ নেই। আপনাদের মূল কাজ হবে ধানের শীষের ভোট করা।
অন্যান্য মনোনয়ন প্রত্যাশিদের উদ্দেশে তিনি বলেন, যারা নিজে নিজে মনোনয়ন পেয়ে এমপি সেজে গেছেন তাদের কাছে আমার অনুরোধ তাঁরা যেন নিজ দায়িত্বে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আসেন। তিনি আরো বলেন, ১৬ বছরের স্বৈরশাসনের বিস্ফোরণ ঘটেছে ৫ আগষ্ট আরেকটি বিস্ফোরন ঘটবে আসন্ন সংসদ নির্বাচনে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারম্নল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা বিএনপি নেতা মো. জাকারিয়া, দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজু, জেলা যুব দলের আহ্বায়াক কমিটির সদস্য মো. বেলাল উদ্দিন, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনসুর আলী। পথসভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ।
