স্টাফ রিপোর্টার: সঠিক তথ্যে ভোটর হবো স্মার্ট গড়ে তুলবো শ্লোগান কে সামনে রেখে জাতীয় ভোটার উদযাপন করা হয়। দিবস টি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল নয় টায় উপজেলা থেকে একটি র্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিস আয়োজনে অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, সুশিল সমাজ প্রতিনিধি এড্যঃ মাইনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ প্রমুখ।