স্টাফ রিপোর্টার: ” স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শোভাযাত্রাটি রহনপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী (কর্মকর্তা) নিশাত আনজুম অনন্যা।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। এছাড়া শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, প্যানেল চেয়ারম্যান জাহানারা পারভীনসহ পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা ও কর্মচারীরা।