ষ্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। ২৭ ফেব্রয়ারি মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, উপজেলা এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, মৎস্য অফিসার মুঃ ওয়ালিউর রহমান, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী মোঃ আব্দুল আওয়ালসহ অন্যরা। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার হয়।