ব্যুরো প্রধান, গোমস্তাপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচির আয়োজন করে। রহনপুর কলোনী মোড়ে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্য দান করা হয়। বুধবার বিকেল ৪ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ আজিজ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। আরও বক্তব্য রাখেন রহনপুর সাবেক পৌর মেয়র ও রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ, সাবেক মেম্বার মোকশেদুল হক, নাচোল আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান বুলেট, কৃষকলীগ নেতা আনোয়ারুল ইসলাম বুলবুল, যুবলীগ নেতা শহিদুজ্জামান আনসারি, মমিন বিশ্বাস প্রমূখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবার বর্গের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।