স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কাউটস সংগঠন পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ। বুধবার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড.আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম.মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: হাসিনা আকতার ছন্দা।বক্তব্য রাখেন, প্রথম আলো পত্রিকা কর্তৃক নির্বাচিত প্রিয় শিক্ষক আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সংগঠনের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, সংবর্ধনা উপকমিটির আহবায়ক প্রেসিডেন্টস স্কাউট মাহবুব আলম রাকিব, সংবর্ধিত শিক্ষার্থী আবিদা খাতুন।অনুষ্ঠানে প্রতিভার অগ্রদূত হিসেবে প্রিয় শিক্ষক মোঃ আলাউদ্দিন, ক্যালিগ্রাফিক সিফাতুল্লাহ ইসলাম ও প্রত্নতাত্বিক সংগ্রহক মাহির ইয়াসিরকে সংবর্ধিত করা হয়।
