স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোসা. শাহানাজ খাতুন বলেন, এ অফিসটি আমার এলাকায়। এলাকার বিএনপির নেতা কর্মীরা দলীয় প্রোগ্রাম করতেন। গত রাতে অফিসে হামলা করে চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভেংগে দিয়েছে। তিনি বলেন, প্রশাসনের নিরবতায় ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা এই হামলা করেছে।
ঘটনার পরপরই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই ঘটনায় দোষীদের দ্রম্নত গ্রেপ্তার ও শাস্তি দাবি জানান। ভোলাহাট থানা পুলিশ অবগত হলে অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেণ।
