স্টাফ রিপোর্টার:বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মোসাঃ সুরাইয়া ডলি সাধারণ সম্পাদক শাহাজাদী বিশ্বাসের নেতৃত্বে বিজয় দিবসে শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ করেন জামবাড়ীয়া স্মৃতিসৌধে। এ সময় ভোলাহাট,গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের মহিলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একই স্থানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা যুবলীগের পান্না, নাসিমা, সেতারা, নাসি, রোজিনা, আয়েশা, শুকতারা, রোজিনা ও ছবিসহ অন্যরা।