ভোলাহাটে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার 

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৮টার সময় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ আশিক হোসেন (২০), পিতা-মোঃ ইউসুফ আলী, গ্রাম-চামুচা, পোস্ট-ভোলাহাট, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ফিটিং অবস্থায় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Codeine Phosphate & Trielidine Hydrochloride syrup choco+ সিরাপ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে টহল দল তাকে বিওপিতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান বলে বিজিবি নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *